এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (SBI) প্রচুর পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি। ব্যাঙ্কে ক্লার্ক ক্যাডারে জুনিয়র অ্যাসোসিয়েট (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) এর জন্য প্রার্থীদের আমন্ত্রণ জানিয়েছে ব্যাঙ্ক। আগ্রহী প্রার্থীরা ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট bank.sbi/careers ও sbi.co.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন।
SBI Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা-
আবেদনকারীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিষয়ে স্নাতক বা কেন্দ্রীয় সরকার কর্তৃক স্বীকৃত সমমানের যোগ্যতা থাকতে হবে। (IDD) শংসাপত্র রয়েছে এমন প্রার্থীদের নিশ্চিত করা উচিত যে IDD পাশ করার তারিখ ৩০.১১.২০২২ বা তার আগে যেন হয়ে থাকে। যারা তাদের স্নাতকের শেষ বছর/সেমিস্টারে রয়েছেন তারাও এই শর্ত সাপেক্ষে অস্থায়ীভাবে আবেদন করতে পারেন। যদি আবেদনকারী যোগ্য বলে প্রমাণিত হন, তাহলে তাদের ৩০.১১.২০২২ তারিখে বা তার আগে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রমাণ দেখাতে হবে।
SBI Recruitment 2022: গুরুত্বপূর্ণ তারিখ-
রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে ৭ সেপ্টেম্বর, ২০২২
আবেদনের শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর, ২০২২
SBI Recruitment 2022: নির্বাচন প্রক্রিয়া
প্রথমে চাকরিপ্রার্থীদের প্রিলি পরীক্ষায় পাশ করতে হবে। এরপর হবে মেন পরীক্ষা। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট দেখে নিতে হবে।