একাধিক পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মোটা বেতনের চাকরি। কারা আবেদন করতে পারবেন! আগ্রহী প্রার্থীদের কী কী লাগবে, জেনে নিন বিশদে।
মোট তিনটি পদে ৮ জন কর্মী নিয়োগ করবে SBI। ম্যানেজার, ফ্যাকাল্টি ও সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে। ম্যানেজার পদে ৫ জন, ফ্যাকাল্টি পদে ২ জন ও সিনিয়র এক্সিকিউটিভ পদে একজনকে নিয়োগ করা হবে।
ফ্যাকাল্টি পদে ন্যূনতম হয় ২৮ ও সর্বাধিক ৫৫। ম্যানেজার পদে বয়স ২৮-৩৮ বছরের মধ্যে হতে হবে। সিনিয়র এক্সিকিউটিভ পদে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে।
সিনিয়র এক্সিকিউটিভ পদে সর্বাধিক বেতন বার্ষিক ২০ লক্ষ টাকা। ফ্যাকাল্টি পদে সর্বাধিত বেতন বার্ষিক ৪০ লক্ষ টাকা। ম্যানেজার পদে সর্বাধিক বেতন ৪৮ লক্ষ টাকা।
এসবিআইয়ের ওয়েবসাইটে ঢুকে এই পদগুলির জন্য অনলাইনে আবেদন করতে হবে। নির্দিষ্ট মেইল আইডি লাগবে। আবেদন ফি অনলাইনেই জমা গিতে হবে। ফটোগ্রাফ, সিগনেচারও রেজিস্ট্রেশনের পেজে গিয়ে জমা করতে হবে। বিশদে জানতে নোটিফিকেশনটি ভাল করে পড়ে নিতে পারেন।