রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি(Summer Vacation in School) বাড়ানো হয়েছে। এর ফলে স্কুলের পরীক্ষাগুলিও (school examination) পিছিয়ে গেল। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের পরীক্ষা পিছিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ(School Education Department of West Bengal)।
জানা গিয়েছে, স্কুলগুলিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রথম পর্যায়ের পরীক্ষা হবে ৬ জুলাইয়ের মধ্যে। ২৬ জুন গরমের ছুটির(Summer Vacation) পর স্কুল খুলবে। তারপরেই শুরু হবে পরীক্ষা। এরপর দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে ৮ সেপ্টেম্বরের মধ্যে। তৃতীয় পর্যায়ের পরীক্ষা শেষ করতে হবে ৭ ডিসেম্বরের মধ্যে। দশম শ্রেণীর টেস্ট (Madhyamik Test Examination 2023)- এর সময়সীমাও বেড়েছে।
মধ্যশিক্ষা পর্ষদ থেকে স্কুলগুলিতে ইতিমধ্যেই কীভাবে পরীক্ষা নেওয়া হবে, কেমন প্রশ্ন করা হবে, তার গাইডলাইন পাঠিয়ে দেওয়া হয়েছে। যথোপযুক্ত সিলেবাসের ভিত্তিতেই স্কুলগুলি প্রশ্নপত্র(School Exam Question Paper) তৈরি করবে, সেই অনুযায়ী হবে পরীক্ষা।