চাকরির সুযোগ। এবার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কলকাতার সায়েন্স সিটি। নিয়োগ করা হবে ন্যাশনাল কাউন্সিল অফ সাইন্স মিউজিয়ামের (NCSM) কলকাতা বিভাগে।
পদের নাম
অফিস অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিশিয়ান এ
শূন্যপদ
১২টি
শিক্ষাগত যোগ্যতা
অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য প্রার্থীকে উচ্চমাধমিক পাস করতে হবে। সঙ্গে জানতে হবে কম্পিউটার টাইপিং।
আর টেকনিশিয়ান এ পদে আবেদনের জন্য প্রার্থীকে মাধ্যমিক পাস করতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ করে থাকতে হবে।
বয়সসীমা
অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। আর টেকনিশিয়ান এ পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতন
এই দুই পদের মাসিক সর্বনিম্ন বেতন ১৯ হাজার ৯০০ টাকা। আর সর্বোচ্চ বেতন ৩৭ হাজার ৮৪৫ টাকা।
আবেদন পদ্ধতি
এই পদে ncsm.gov.in/notice/career ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন ফি
সাধারণ প্রার্থীদের আবেদন ফি ধার্য করা হয়েছে ৮৮৫ টাকা। বাকিদের কোনও ফি লাগবে না।
আবেদনের শেষ তারিখ
৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত আবেদন করা যাবে।