বর্ডার সিকিউরিটি ফোর্সে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, কনস্টেবল পদে মোট ১৪০০ পদে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারেন।
কনস্টেবল পদে নিয়োগ করবে বিএসএফ।
মোট ১৪০০টি শূন্যপদ আছে। ১৩৪৩টি পুরুষ প্রার্থীদের জন্য। ৬৭টি পদে মহিলা প্রার্থী নিয়োগ করা হবে। পেন্টার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, পাম্প অপারেটর, ড্রাউটসম্যন, টিনস্মিথ একাধিক বিভাগে নিয়োগ করা হবে।
এই পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য মানের পরীক্ষায় পাশ করতে হবে। এছাড়া নির্দিষ্ট পদে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে ২ বছরের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে। এক বছরের কোর্স হলে, এক বছর অভিজ্ঞতা লাগবে।
বিএসএফের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই পদে ন্যূনতম বেতন ২১ হাজার ৪০০ টাকা। সর্বাধিক বেতন ৬৯ হাজার ১০০ টাকা। কেন্দ্রীয় সরকারের অধীনে অন্য সুযোগ সুবিধাও থাকবে।
আবেদনকারীর বয়স ১৮-২৫ বছরের মধ্যে হতে হবে।