SFIO Recruitment 2023: দিল্লির গোয়েন্দা দফতরে চাকরির সুযোগ, সর্বাধিক বেতন ২ লক্ষ টাকার বেশি

Updated : Oct 21, 2023 10:05
|
Editorji News Desk

সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসে (SFIO Recruitment 2023) একাধিক পদে নিয়োগ করা হবে।  প্রতারণা সংক্রান্ত মামলার তদন্ত করে দিল্লির এই গোয়েন্দা সংস্থা (Intellegence Agency)। ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় এই সরকারি দফতর। সিনিয়ার, জুনিয়র ও একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। 


মোট শূন্যপদ

SFIO-তে মোট ৯১টি পদে কর্মী নিয়োগ করা হবে। তার মধ্যে সিনিয়ার কনসাল্টেন্ট পদে ৩ জনকে নিয়োগ করা হবে। জুনিয়ার কনসালটেন্ট নেওয়া হবে ৬২ জন। ইয়ং প্রফেশনাল পদে ২৬জন কর্মীকে নিয়োগ করা হবে। 

আবেদনের শেষ দিন

১৮ অক্টোবর থেকে এই পোস্টে আবেদন শুরু হয়ে গিয়েছে। ২১ দিন, অর্থাৎ ১ নভেম্বর আবেদনের শেষ দিন।

শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদনের জন্য প্রার্থীকে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তিন বছরের স্নাতক পাস থাকতে হবে। কিছু পদের জন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অথবা পিএইচডি ডিগ্রি থাকতে হবে।

চুক্তির মেয়াদ

এই পদে কোনও আবেদনকারীকে তিন বছরের জন্য নিয়োগ করা হবে। কোনও কোনও ঘটনার তদন্তে সেই মেয়াদ বাড়িয়ে ৫ বছর করা হবে। একজন প্রার্থীর সর্বাধিক চুক্তি হবে ৫ বছর। ৬৫ বছর পর্যন্ত কাজ করতে পারবেন। 

কোথায় নিয়োগ

যোগ্য প্রার্থীরা হেডঅফিস দিল্লি, বা রিজিওনাল অফিসে পোস্টিং হবে। দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা, হায়দরাবাদে পোস্টিং হতে পারে।

বেতন

ইয়ং প্রফেশনালদের মাসিক বেতন হবে ৬০ হাজার। জুনিয়র কনসালটেন্টদের মাসিক বেতন ৮০ হাজার থেকে ১ লক্ষ ৪৫ হাজার টাকা। সিনিয়র কনসালট্যান্টদের মাসিক বেতন ১ লক্ষ ৪৫ হাজার টাকা থেকে ২ লক্ষ ৬৫ হাজার টাকা।

Career

Recommended For You

editorji | কেরিয়ার

UIDAI Recruitment News : আধার দফতরে চাকরির সুযোগ, জানুন আবেদন পদ্ধতি

editorji | কেরিয়ার

DRDO Recruitment 2024 : ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে চাকরি, মাসিক বেতন শুরু ৩৭ হাজার টাকা থেকে

editorji | কেরিয়ার

Coal India Limited: কোল ইন্ডিয়া লিমিটেডে ইঞ্জিনিয়ার নিয়োগ, GATE পাস করলেই আবেদন

editorji | কেরিয়ার

NFL Recruitment 2024: ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডে কর্মী নিয়োগ, সর্বাধিক বেতন ১ লক্ষ ৪০ হাজার টাকা

editorji | কেরিয়ার

UBI Recruitment 2024 : ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি, রইল আবেদন পদ্ধতি