চাকরির আকালের মধ্যে মাঝেমাঝে ভালো খবর থাকে বইকি! তৈরি হয় যুবসমাজের মধ্যে নতুন আশা। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যে বিপুল সংখ্যাক পদে নিয়োগ করা হবে কনস্টেবল। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে নিয়োগ করা হবে কনস্টেবল। এছাড়া, নিয়োগ করা হবে এসএসএফ, অসম রাইফেলস এবং নারকোটিকস কন্ট্রোল ব্যুরোতেও।
দেখে নেওয়া যাক বিস্তারিত:
মোট পদের সংখ্যা: ২৪,৩৬৯টি শূন্য পদ রয়েছে। যার মধ্যে বিএসএফের জন্য ১০, ৪৯৭টি, সিআইএসএফের জন্য ১০০টি, সিআরপিএফের জন্য ৮,৯১১টি, এসএসবি'র জন্য ১২৮৪টি, আইটিবিপি'র জন্য ১৬১৩টি, এআরের জন্য ১৬৯৭টি এবং এসএসএফের জন্য ১০৩টি পদে নিয়োগ করা হবে।
বেতন: নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর সিপাহী পদের জন্য ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা পর্যন্ত। বাকি পদের জন্য বেতন ২১,৭০০ টাকা থেকে শুরু করে ৬৯,১০০ টাকা পর্যন্ত।
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৩ এর মধ্যে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। ২ জানুয়ারি ২০০০ সালের আগে জন্মদিবস হলে প্রার্থী আবেদন করতে পারবেন না।
সাইট: https://ssc.nic.in.-এ গিয়ে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর, ২০২২