দেশের নিরাপত্তা বাহিনীতে যারা কাজ করতে চান তাঁদের জন্য দারুন সুযোগ। স্টাফ সিলেকশন কমিশনের অধীনে দেশের একাধিক নিরাপত্তা বাহিনীতে কনস্টেবল পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যার মধ্যে রয়েছে সীমান্ত রক্ষা বাহিনী, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশ, সশস্ত্র সীমা বল-সহ একাধিক পদ। ২৭ অক্টোবর থেকেই শূন্য পদে আবেদন শুরু হয়ে গিয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
শূন্য পদ
স্টাফ সিলেকশন কমিশনের তরফে মোট ২৪ হাজার ৩৬৯টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বেতন
কনস্টেবল পদে মাসিক বেতন শুরু ২১ হাজার ৭০০ টাকা থেকে শুরু। সর্বাধিক বেতন ৬৯ হাজার ১০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীকে কেন্দ্র বা রাজ্য সরকার স্বীকৃত কোনও বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দশম শ্রেণি পাশ হতে হবে। অবশ্যই ভারতীয় হতে হবে।
বয়সসীমা
আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে।
বাছাই প্রক্রিয়া
শারীরিক দক্ষতা এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
নিয়োগস্থল
যোগ্য প্রার্থীদের গোটা ভারতে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া
অনলাইনে www.ssconline.nic.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা
আবেদন ফি
আবেদনকারীদের ১০০ টাকা ফি দিতে হবে। তবে, মহিলা প্রার্থী, তফশিলি জাতি এবং উপজাতিদের কোনও ফি লাগবে না। অনলাইন বা ব্যাঙ্কে গিয়ে আবেদন ফি জমা দেওয়া যাবে।