স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে প্রায় ৪০ হাজার কনস্টেবল ও রাইফেলম্যান নিয়োগ করা হয়েছে। ইতিমধ্যে ওই পদগুলির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জেনে নিন বিস্তারিত তথ্য-
মোট শূন্যপদ-
মোট ৩৯ হাজার ৪৮১টি শূন্যপদ রয়েছে।
কোন কোন ডিভিশনে নিয়োগ?
সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, সামরিক সুরক্ষা ফোর্স, অসম রাইফেলস রাইফেল ম্যান, এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোত সহ একাধি ডিভিশনে নিয়োগ করা হবে।
কোথায় কত শূন্যপদ?
বর্ডার সিকিউরিটি ফোর্স- ১৩৩০৬টি
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স- ১১২৯৯টি
সেন্ট্রাল ইন্ডাসট্রিয়াল সিকিউরিটি ফোর্স- ৬৪৩০টি
সশস্ত্র সীমা বল- ৮১৯টি
ইন্দো-টিবেটিন বর্ডার পুলিশ-২৫৬৪টি
রাইফেলম্যান- ১১৪৮টি
সেক্রেটারিয়েট সিকিরিটি ফোর্স-৩৫টি
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো- ১১টি
শিক্ষাগত যোগ্যতা-
ওই পদগুলিতে আবেদনের জন্য আবেদনকারীদের নূন্যতম দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা-
আবেদনকারীদের বয়সসীমা ১৮ থেকে ২৩ বছরের মধ্যে থাকতে হবে।
কীভাবে নিয়োগ করা হবে?
শারীরিক পরীক্ষা এবং কম্পিউটার বেসড পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। মোট ১০০টি মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ MCQ থাকবে।
বেতনক্রম-
ফিজিক্যাল টেস্ট এবং MCQ পরীক্ষায় তাঁরা উত্তীর্ণ হবেন তাঁদের বেতন হবে ২১ হাজার ৭০০ টাকা থেকে ৬৯টাকা থেকে ১০০ টাকার মধ্যে।
কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে?
www.ssc.gov.in-এর মাধ্যমে আবেদন করতে পারবেন ইচ্ছুকরা।
আবেদনের শেষ তারিখ কবে?
৫ অক্টোবর ২০২৪ পর্যন্ত আবেদন করা যাবে।