চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। মাধ্যমিক পাসেই ভারতীয় সেনার আটটি বিভাগে আবেদন করা যাবে। আবেদন গ্রহণের প্রক্রিয়াও শুরু হল। স্টাফ সিলেকশন কমিশন এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পদ
GD কনস্টেবল
কোথায় নিয়োগ
ভারতীয় সেনার BSF, CISF, CRPF, SSB, ITBP, AR, SSF, NCB বিভাগে কনস্টেবল পদে নিয়োগ করা হবে।
শূন্য়পদ
এই পোস্টে মোট শূন্যপদ ৩৯,৪৮১টি। ৩৫,৬১২ জন পুরুষ প্রার্থী নেওয়া হবে। ৩,৮৬৯ মহিলা প্রার্থী নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করলেই আবেদন করতে পারবেন।
মাসিক বেতন
GD কনস্টেবল পদে ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা। সর্বাধিক বেতন ৫৬,৯০০ টাকা। NCB বিভাগের প্রার্থীদের ন্যূনতম মাসিক বেতন ২১,৭০০ টাকা। সর্বাধিক বেতন ৬৯,১০০ টাকা।
বয়সসীমা
আগ্রহী প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। সর্বাধিক বয়স ২৩ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় আছে।
কীভাবে আবেদন
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। SSC-এর অফিসিয়াল সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন করা যাবে। অনলাইনে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে পেমেন্ট করতে হবে।
আবেদন ফি
আবেদন ফি ১০০ টাকা। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না। অনলাইন ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, SBI চালানের মাধ্যমেও পেমেন্ট করা যাবে।