এবার যোগ্য প্রার্থীদের চাকরি দিতে উদ্যোগী হল এসএসসি(SSC Update) বা রাজ্য স্কুল সার্ভিস কমিশন(School Service Commission)। আগামী ৬ জানুয়ারি সকাল ১০টা থেকে শুরু হবে এই কাউন্সেলিং। সেই তালিকায় রয়েছেন ৬৫ জন চাকরিপ্রার্থী। রোদ-ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করে দীর্ঘদিন ধরে গান্ধীমূর্তির পাদদেশে(SSC Agitators) অবস্থান চালাচ্ছেন রাজ্যের হবু শিক্ষকরা। এই ঘটনায় তাঁদের আন্দোলনের জয় হয়েছে বলেই মত বিক্ষোভকারীদের একাংশের।
দীর্ঘদিন ধরেই নিজেদের হকের চাকরির দাবিতে বিক্ষোভ-অবস্থান চালাচ্ছেন চাকরিপ্রার্থীরা(SSC Jobseekers)। তাঁদের একটাই দাবি, ‘হকের চাকরি চাই।’ কমিশন সূত্রে খবর, গান্ধীমূর্তির নীচে অবস্থানকারীদের মধ্যে কাউন্সেলিংয়ের জন্য অনেকেই ডাক পেয়েছেন। এছাড়াও নবম-দশমে যে ১০২ জন ‘অযোগ্য’ প্রার্থী সুপারিশ পেয়েছিলেন, তাঁদেরও চাকরি দেওয়ার জন্য ডেকেছে এসএসসি(SSC Jobseekers)।