এই মুহুর্তে চাকরির টানাটানি রাজ্যে। বেকার বহু ছেলে মেয়েরা পাশ করে বসে রয়েছেন ঘরে। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য এবার সুখবর। যারা এই মুহুর্তে সরকারি চাকরি খুঁজছেন তৈরি হোন, রাজ্যের কিছু বিশ্ববিদ্যালয়ে চলছে নিয়োগ। সম্প্রতি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় নিয়োগের বিবৃতি প্রকাশ করেছে। কী চাকরি কেমন বেতন, কারা আবেদন করতে পারবেন রইল বিস্তারিত...
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার এবং ফিনান্স পদে নিয়োগ চলছে।
এই পোস্টে মোট ২জনকে নেওয়া হবে বলে জানা যাচ্ছে।
মাসের শেষে মিলবে মোটা টাকা বেতন। মাস গেলে হাতে আসবে ১ লক্ষ ৪৪ হাজার ২০০ টাকা থেকে ২ লক্ষ ১৮ হাজার ২০০ টাকা।
রেজিস্ট্রার পদে আবেদনের জন্য স্নাতকোত্তর পাশ এবং ফিনান্সে আবেদনের জন্য কমার্সে স্নাতকোত্তর হওয়া আবশ্যিক।
এই পদের জন্য আবেদন করতে অনলাইনেই জমা করতে হবে ২ হাজার টাকা। তফসিলি জনজাতি, তফসিলি উপজাতি, ওবিসি-এ, ওবিসি-বি ও বিশেষভাবে সক্ষম প্রার্থীদের আবেদনমূল্যে রয়েছে ১ হাজার টাকা ছাড়।
১৫ নভেম্বর অবধি করা যাবে আবেদন, ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে উপযুক্ত এবং যোগ্য প্রার্থীকে৷