দেশজুড়ে অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা চলছে। এর প্রতিবাদে বিক্ষোভের আগুন লেগেছে বেশ কিছু রাজ্যে। এসবের মধ্যে সুখবর প্রেস ইনফরমেশন ব্যুরোর। টুইটে জানানো গিয়েছে, স্টাফ সিলেকশন কমিশনে ৪২ হাজার শূন্যপদ পূরণ করা হবে।
দীর্ঘদিন ধরেই কর্মসংস্থান নিয়ে অভিযোগ উঠছিল। বহু পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন অনেকেই। কিন্তু পরীক্ষার দিনক্ষণই ঘোষণা হয়নি। প্রেস ইনফরমেশন ব্যুরোর এই বার্তায় খুশি পরীক্ষার্থীরা। ২০২২ সালের মধ্যেই সব নিয়োগ করা হবে।
টুইটে জানানো হয়েছে, স্টাফ সিলেকশন কমিশন তাড়াতাড়ি ১৫ হাজার ২৪৭টি পদের নিয়োগপত্র দেওয়ার কাজ সম্পূর্ণ করবে। আগামী কয়েকমাসের মধ্যে বিভিন্ন বিভাগের মাধ্যমে ওই চিঠি পাঠানো হবে। ডিসেম্বর মাসের মধ্যে শূন্যপদও পূরণ করা হবে। স্টাফ সিলেকশন কমিশন অবিলম্বে ৬৭ হাজার ৭৬৮টি শূন্যপদ পূরণ করার পরিকল্পনা তৈরি করছে।
প্রধানমন্ত্রী কয়েকদিন আগে ঘোষণা করেছিলেন, দেড় বছরের মধ্যে ১০ লক্ষ সরকারি পদে কর্ম সংস্থান হবে। এরপরই এই ঘোষণা করেছে স্টাফ সিলেকশন কমিশন। এতে অনেকটাই আশার আলো দেখছেন পরীক্ষার্থীরা।