ব্যাঙ্কে কাজ করতে চেয়ে অনেকেই প্রস্তুতি শুরু করেন। এবার ব্যাঙ্কে কাজ করতে যারা আগ্রহী, তাদের জন্য সুখবর। দেশজুড়ে একাধিক কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
সার্কেল বেসড অফিসার পদে নিয়োগ করা হবে
মোট ১৪২২টি পদে নিয়োগ করা হচ্ছে
৪ ডিসেম্বর অনলাইনে পরীক্ষা নেওয়া হবে।
অনলাইনে এই পদের জন্য আবেদন করতে হবে। ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে
এই পদে ন্যূনতম বেতন ৩৬ হাজার টাকা। সর্বাধিক বেতন ৬৩,৮৪০ টাকা।
এই পদের জন্য দেশের একাধিক রাজ্যে কর্মীনিয়োগ করবে SBI
SBI-এর পক্ষ থেকে এই পদের জন্য কোনও স্বীকৃত বোর্ড থেকে স্নাতক পাস করা থাকতে হবে।
২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বয়স ২১-৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
জেনারেল ক্যাটাগরি, আর্থিকভাবে দুর্বল শ্রেণি, অনগ্রসর শ্রেণির প্রার্থীদের আবেদন ফি ৭৫০ টাকা। সংরক্ষিত শ্রেণি ও বিশেষভাবে সক্ষমদের জন্য কোনও আবেদন ফি লাগবে না।
অনলাইন পরীক্ষা, স্ক্রিনিং ও ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।