সরকারি চাকরির আশা কে না করে? আর চাকরি যদি হয় ব্যাঙ্কে তার চেয়ে নিশ্চিত জীবন আর কীই বা হতে পারে ! সুখবর, এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (SBI) একাধিক পদে হবে কর্মী নিয়োগ। ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে SBI এর তরফে।
ব্যাঙ্কের ম্যানেজার সহ মোট ৯টি পদে হবে নিয়োগ।
ভাইস প্রেসিডেন্ট ( ট্রান্সফর্মেশন) পদের জন্যে একটি, প্রোগ্রাম ম্যানেজার হিসাবে ৪টি পোস্ট কমান্ড সেন্টার ম্যানেজার পদের জন্যে তিনটি পোস্টে নিয়োগ করা হবে। লাগবে ম্যানেজারও।
অবশ্যই স্নাতক পাশ করতে হবে। এছাড়াও ACCOUNTS এর উপর জ্ঞান থাকলে মিলবে অগ্রাধিকার।
একেকটি পদের একেকরকম বেতন। তবুও গড়ে মাস গেলে মিলবে ৪০ হাজারের কাছাকাছি।
অনলাইনে আবেদন করতে হবে। এজন্য state bank of india-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এজন্যে এই লিঙ্কে - sbi.co.ইন ক্লিক করতে বলা হয়েছে।