দেশ তথা রাজ্যে কর্মসংস্থানের সমস্যা নিয়ে নাকাল। তার মধ্যেও প্রায় প্রতিদিনই প্রকাশিত হচ্ছে বিভিন্ন সরকারি চাকরির বিজ্ঞপ্তি। এবার রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল। অ্যাপ্রেন্টিস পদে কয়েকশো নিয়োগ করা হবে। রৌরকেল্লা স্টিল প্ল্যান্টে ৪০০ জন ট্রেড, টেকনিশিয়ান ও গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (apprentice) নিয়োগ করা হবে। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
শূন্যপদ
৪০০ টি শূন্য পদের মধ্যে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ১৭১ জন, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে ১৬৪ জন এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পজে ৬৪ জনকে নিয়োগ করা হবে।
বয়সসীমা
২০২২-এর ৩০ সেপ্টেম্বরের নিরিখে বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থী সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
ট্রেনিং ও স্টাইপেন্ড
অ্যাপ্রেন্টিস হিসেবে ট্রেনিংয়ের সময়সীমা ১ বছরের এবং ট্রেনিং চলার সময় অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে রৌরকেল্লা স্টিল প্ল্যান্টের তরফে।
আবেদনের পদ্ধতি
আবেদনকারীদের বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে। ট্রেড অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে https://www.apprenticeshipindia.gov.in/-এ গিয়ে আবেদন করতে হবে। টেকনিশিয়ান ও গ্র্যাজুয়েটজের ক্ষেত্রে http://portal.mhrdnats.gov.in/-এ গিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর।