প্রাথমিক টেট নিয়ে আর কোনওরকমের বিতর্ক চায় না রাজ্য। তাই এবার পরিক্ষার্থীদের ওএমআর শিটের কার্বন কপি দেওয়ার সিদ্ধান্ত নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে পর্ষদ সভাপতি গৌতম পাল জানান, “প্রার্থী যে ওএমআর শিটে পরীক্ষা দেবেন, তার একটা কার্বন কপি নিয়ে যেতে পারবেন। এই ব্যবস্থা আগে নেওয়া হয়নি বলেও জানান তিনি। উল্লেখ্য, প্রাথমিক টেটে একের পর এক দুর্নীতি প্রসঙ্গে যথেষ্ট কোণঠাসা রাজ্য। তাই আর নতুন করে কোনও অভিযোগের সুযোগ দিতে চায় না আচার্য ভবন, এমনটাই মত শিক্ষাবিদদের একাংশের।
মঙ্গলবার গৌতম পাল পরীক্ষা কেন্দ্রের প্রধান-পরিদর্শকদের নির্দেশ দেন, তাঁরা ওএমআর শিট বা প্রশ্নের মুখবন্ধ খাম যেন না খোলেন। পরীক্ষার্থীদেরই তা খুলে নেওয়ার কথা জানান পর্ষদ সভাপতি। পাশাপাশি, টেট পরীক্ষা চলাকালে স্পর্শকাতর কেন্দ্রের এলাকায় ইন্টারনেট বন্ধের কথা জানায় পর্ষদ। এই মর্মে তাঁরা শিক্ষা দফতরের কাছে প্রস্তাবও পাঠিয়েছে বলেই খবর। এমনকি, সমস্ত ঝুঁকি এড়াতে বিভিন্ন স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি করার প্রস্তাবও দিয়েছেন গৌতম পাল। উল্লেখ্য, এই প্রথম কোনও বেসরকারি ডিএলএড কলেজে পরীক্ষা হচ্ছে না। পরীক্ষা হবে শুধুমাত্র সরকারি ডিএলএড কলেজ, সরকারি স্কুল ও কলেজে।
আরও পড়ুন- CV Ananda Bose : আজ শপথগ্রহণ নতুন রাজ্যপালের, মঙ্গল সন্ধ্যায় কালীঘাটে পুজো দিলেন সি ভি আনন্দ
টেটকে কেন্দ্র করে জেলায় জেলায় ১৬ দফা নির্দেশিকা পাঠিয়েছে পর্ষদ। সেখানে স্পষ্টভাবেই বলা হয়েছে, পরীক্ষার্থী বা পর্যবেক্ষক কেউই মোবাইল বা ঘড়ি নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না। পরিক্ষার্থীদের সুবিধার্থে সব ঘরে ঘড়ি রাখার কথাও জানিয়েছে পর্ষদ। প্রতিটি কেন্দ্রে ৩০০-র কিছু বেশি পরিক্ষার্থী পরীক্ষা দেবেন বলেই জানিয়েছে আচার্য ভবন। পাশাপাশি, প্রতিটি কেন্দ্রে থাকবেন এক বা দু’জন পর্যবেক্ষক।