চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিল স্টাফ সিলেকশন কমিশন (Staff Selection Commission)। এসএসসির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের আওতাধীন দিল্লি পুলিশ (Delhi Police) ও সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে গ্রুপ পি ও সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সাব ইনস্পেক্টর (জিডি) পদে ৩ হাজার ৯৬০টি এবং সাব ইনস্পেক্টর (এক্সিকিউটিভ) পদে ৩৪০টি শূন্যপদ রয়েছে বলেই জানা গিয়েছে। একনজরে দেখে নিন বিস্তারিত।
শূন্যপদ
সাব ইনস্পেক্টর পদে সব মিলিয়ে মোট ৪৩০০ শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করলেই আবেদন করা যাবে।
বয়স
আবেদনকারীদের বয়স ১ জানুয়ারি ২০২২ এর হিসেবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
বেতন
পে লেভেল অনুযায়ী ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা
আবেদন পদ্ধতি
শুধুমাত্র অনলাইনেই আবেদন করা যাবে। আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেল এবং ফোন নম্বর প্রয়োজন হবে। যাবতীয় প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি
জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফি ১০০ টাকা। তবে মহিলা ও এসসি, এসটিদের কোনও আবেদন ফি লাগবে না।
বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।