প্রত্যেককেই বিদ্যুৎ বিল জমা করতে হয়। কিন্তু এখনও অনেকেই চিরাচরিত পদ্ধতিতে স্থানীয় কোনও কিয়স্কে গিয়ে অথবা বিদ্যুৎ দফতরের অফিসে গিয়ে বিল জমা করেন। সেক্ষেত্রে যেমন যাতায়াতের ঝামেলা, তেমনই কোনও ডিসকাউন্ট মেলে না। কিন্তু জানেন কি অনলাইনে বিদ্যুৎ বিল জমা করলে প্রচুর টাকা ছাড় পাওয়ার সম্ভাবনা থাকে?
কী ভাবে ছাড় মিলবে?
অনলাইনে বিদ্যুৎ দফতরের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে বিদ্যুৎ বিল জমা করলে ২ শতাংশ ডিসকাউন্ট পাবেন। পুরো বিল অ্য়ামাউন্টের উপরেই ওই ছাড় দেওয়া হয়। এর পাশাপাশি Phonepe, Gpay এর মাধ্যমে পেমেন্ট করলে মোটা টাকা ক্যাশব্যাক পেতে পারেন ব্যবহারকারী। এর পাশাপাশি Amazon Pay ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল পেমেন্ট করলেও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকে।
তবে এই সুবিধা সব গ্রাহকরা পাবেন এমনটা নয়। অনেক ব্যবহারকারী পেমেন্ট অ্য়াপ ব্যবহার করেও অনেক সময় ক্যাশব্যাক পাননি। তবে Amazon Pay IcICI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে অন্তত ২ শতাংশ ক্যাশব্যাকের সুবিধা থাকে।