রাজ্যের সরকারি হোস্টেলে গ্রুপ ডি (Group - D) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। চুক্তিভিত্তিকভাবে শূন্য পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম
সুপারিনটেন্ডেন্ট, মেট্রন
মোট শূন্যপদ
২ টি
শিক্ষাগত যোগ্যতা
সুপারেনটেনডেন্ট পদের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের যে কোনও বিষয়ে স্নাতক এবং মেট্রন পদে আবেদনের জন্য ন্যূনতম মাধ্যমিক পাশ করেতে হবে।
মাসিক বেতন
সুপারিনটেনডেন্ট পদের মাসিক বেতন ১২ হাজার টাকা। মেট্রন পদের মাসিক বেতন ৮ হাজার টাকা।
বয়সসীমা
দু'টি পদের ক্ষেত্রেই বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
আরও পড়ুন - কলকাতা পুলিশে চাকরির সুযোগ, জানুন আবেদন পদ্ধতি
আবেদন পদ্ধতি
সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। নথি পত্রগুলি নির্দিষ্ট অফিসে জমা দিতে হবে।
আবেদনপত্র জমা করার ঠিকানা
The Office of the PO-cum-DWO, BCW & TD, Siliguri, Shivmandir, P.O.- Kadamtala, District- Darjeeling, PIN – 734011
আবেদনের শেষ তারিখ
১৫ সেপ্টেম্বর, ২০২৩।