কেন্দ্রীয় বিদ্যালয়ে চাকরির সুযোগ। টিচিং এবং নন-টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনও জেলার প্রার্থীরাই এই পদে আবেদন করতে পারবেন।
KVS Teacher Recruitment 2023: শূন্যপদ-
৩০টিরও বেশি শূন্যপদে আবেদনের সুযোগ রয়েছে।
KVS Teacher Recruitment 2023: শিক্ষাগত যোগ্যতা-
PGT পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট সহ বি.এড ডিগ্রি থাকতে হবে। TGT পদে আবেদনের জন্য গ্র্যাজুয়েটে ৫০ শতাংশ নম্বর সহ বি.এড ডিগ্রি থাকতে হবে।
KVS Teacher Recruitment 2023: বয়স-
প্রার্থীর বয়স ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় রয়েছে।
KVS Teacher Recruitment 2023: আবেদন পদ্ধতি-
অফিশিয়াল ওয়েবসাইটে থাকা লিঙ্কে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনের সময় প্রার্থীর নাম, ঠিকানা, বৈধ মেল আইডি, মোবাইল নম্বর লাগবে। এরপর আবেদনপত্র পূরণ করতে হবে।
KVS Teacher Recruitment 2023: শেষ তারিখ-
১২ মার্চ ২০২৩ পর্যন্ত করা যাবে আবেদন।