দীর্ঘ ৫ বছর পর গত ১১ ডিসেম্বর রাজ্যজুড়ে টেট পরীক্ষা(Priamry TET Answer Key 2022) নেওয়া হয়। তারপর থেকেই পরীক্ষার্থীদের মধ্যে এখন একটাই প্রশ্ন, অ্যানসার কি বা উত্তরপত্র কবে প্রকাশ পাবে। সেই প্রশ্নের উত্তর খুব শীঘ্রই মিলবে বলে মত শিক্ষাবিদদের একাংশের। গত শুক্রবার টেটের(Primaty TET 2022) উত্তরপত্র আপলোড নিয়ে বৈঠক ডাকে পর্ষদ। সেখানে ঠিক হয়, চলতি সপ্তাহের শুরুর দিকেই উত্তরপত্র(TET 2022 Answer Key) ওয়েবসাইটে আপলোড করা হবে। আপলোডের পর উত্তরপত্র নিয়ে পরীক্ষার্থীদের মতামত নেবে পর্ষদ। মতামতকে মান্যতা দিয়েই চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে চায় পর্ষদ।
ডিসেম্বরেই কি টেটের ফল(Primary TET 2022) প্রকাশ করা সম্ভব? তা নিয়ে একদফা বৈঠক করেছেন পর্ষদ সভাপতি গৌতম পাল(Goutam Pal on TET 2022)। এরপর পরীক্ষার ফল ঘোষণার নির্দিষ্ট তারিখ না জানালেও খুব দ্রুত ফল ঘোষণা হবে বলেই জানান পর্ষদ সভাপতি। উল্লেখ্য, ২০২২ সালের টেটে প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী অংশ নেয়।
আরও পড়ুন- Nisith Paramanik: আবাস যোজনার ঘরের তালিকায় দুর্নীতির অভিযোগ, নিশীথ প্রামাণিকের বাবার নাম তালিকায়
প্রশ্নপত্র ফাঁস রুখতে পর্ষদের তরফে এবার একাধিক নির্দেশ দেওয়া হয়। পর্ষদ জানায়, রবিবার কলকাতা সহ জেলায় কিছুক্ষণের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ (Internet Services to be closed in 6 districts) রাখা হবে। জেলাগুলিতেও সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত বন্ধ রাখা হয় ইন্টারনেট পরিষেবা।
তবে ৫ বছ পর টেট হলেও বিতর্ক পিছু ছাড়েনি। রবিবার কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা সহ বেশ কিছু জেলার পরীক্ষাকেন্দ্রে পরিক্ষার্থীদের বায়োমেট্রিক পরিচয়(biometric identification controversy in WB TET 2022) যাচাই হয়নি বলেই অভিযোগ। তা নিয়ে সন্ধে পর্যন্ত রীতিমতো টানাপোড়েন চলে। এই অভিযোগের সত্যতা স্বীকার করে পর্ষদ সভাপতি গৌতম পাল(Goutam Pal on WB TET Exam 2022) জানান, রেজাল্টে কোনও প্রভাব পড়বে না। তাঁর কথায়, যান্ত্রিক কিছু সমস্যা ছিল। সেকথা মাথায় রেখেই আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এর জেরে রেজাল্টের ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না বলেই মত পর্ষদ সভাপতির।