লেখাপড়া শেষ করেই চাকরির জন্য হন্যে হয়ে ঘোরে ছেলে মেয়েরা। আর সরকারি চাকরি তো যে কোনও প্রার্থীর কাছেই স্বপ্নের মতো। লেখাপড়ার শেষ করেই চাকরির প্রস্তুতি শুরু করে অনেকে, এবার চাকরি প্রার্থীদের জন্য সুখবর। শুরু হয়েছে বস্ত্র মন্ত্রকে নিয়োগ। দশম পাশেই মিলবে এই চাকরির সুযোগ, গোটা দেশে শূন্যপদ মোট ৩০ টি। নিয়োগ সম্পর্কে রইল বিস্তারিত তথ্য।
বস্ত্র মন্ত্রক বা Ministry Of Textiles-এ Attendent এবং জুনিয়র ওয়েভার পদে নিয়োগ করা হবে।
প্রতিমাসে বেতন মিলবে ১৮ হাজার থেকে যোগ্যতার ভিত্ততে ৯২ হাজার টাকা পর্যন্ত।
দেশের বিভিন্ন রাজ্যে করা হবে নিয়োগ। ফুলিয়া, গুয়াহাটি, ওড়িশা, ত্রিপুরার আগরতলা, নাগাল্যান্ডের ডিমাপুর মিজোরামের আইজলে চলছে নিয়োগ।
৩০ বছরের মধ্যে দশম শ্রেণী পাশ পড়ুয়ারা আবেদন করতে পারবেন। আইআইটি বা ডিপ্লোমার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
কোনও আবেদন মূল্য লাগবে না. আবেদনের শেষ তারিখ ৬ ডিসেম্বর। আবেদন করতে হবে অফলাইনে। দরকারি সমস্ত নথি সহ আবেদন পত্র পাঠাতে হবে নিচের ঠিকানায় -
Director, Weavers Service Centre, IIHT Campus, Jawahar Nagar, Khanapara, Guwahati-781022