২০২০-২২ শিক্ষাবর্ষের ডিএলএড কোর্সের(D.El.Ed Question Paper Leaked) ফাইনাল পরীক্ষার প্রথম দিনের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগেই ওই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় বলে অভিযোগ পরীক্ষার্থীদের একাংশের। সোমবারের এই ঘটনায় পর্ষদের ভূমিকা আরও চমকপ্রদ। তাঁদের দাবি, প্রশ্নফাঁস নয়, বরং সরকার ও পর্ষদের ভাবমূর্তি নষ্ট করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চেষ্টা চালানো হচ্ছে। সোমবার এমনটাই অভিযোগ, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের(Goutam Pal)।
জানা গিয়েছে, সোমবার দুপুর ১২টা নাগাদ শুরু হয় ডিএলএড কোর্সের(D.El.Ed Question Paper Leaked) ফাইনাল পরীক্ষা। কিন্তু ছাত্রছাত্রীদের একাংশের অভিযোগ, সোমবার সকাল পৌনে এগারোটা থেকেই হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে ফাইনালের প্রশ্ন। পরীক্ষার্থীদের একাংশের দাবি, পরীক্ষাকেন্দ্রের হাতে পাওয়া প্রশ্ন এবং হোয়াটসঅ্যাপে পাওয়া প্রশ্ন-দুটোই আসলে এক। যদিও এর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।
আরও পড়ুন- Telengana Child Death: সাধের চকলেটই হয়ে উঠল গলার কাঁটা, দম আটকে মৃত তেলেঙ্গানার স্কুল পড়ুয়া
এ প্রসঙ্গে পর্ষদ(WBBPE) সভাপতি গৌতম পাল জানান, ‘‘একে হালকাভাবে নিচ্ছে না পর্ষদ।" তদন্ত কমিটি তৈরি করে ঘটনার সত্যতা প্রমাণে যথাযথ ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে পরীক্ষার্থীদের কোনও ক্ষতি হবে না বলেই জানিয়েছেন গৌতম পাল।