অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Asistant Proffesor) পদে নিয়োগের জন্য এবার থেকে বাধ্যতামূলক নয় পিএইচডি । তার জন্য ন্যূনতম মানদণ্ড বেঁধে দিল ইউজিসি । বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমস্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে সরাসরি নিয়োগের জন্য NET/SET/SLET পাশ করলেই হবে । ১ জুলাই থেকেই তা কার্যকর হয়ে গিয়েছে ।
আগে UGC-এর (UGC New Rule) ঘোষিত নিয়ম অনুযায়ী, কলা, বাণিজ্য, মানবিক, আইন, সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, ভাষা এবং শারীরিক শিক্ষা সম্পর্কিত বিষয়গুলির জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য প্রার্থীদের ন্যূনতম ৫৫ শতাংশ-সহ স্নাতকোত্তর থাকতে হবে এবং নেট পাশ করতে হবে । অথবা SET/SLET পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে । একইসঙ্গে পিএইচডিও বাধ্যতামূলক ছিল । এবার সেই নিয়মে বদল আনা হল ।
আরও পড়ুন, Madhya Pradesh News : আদিবাসী শ্রমিকের গায়ে 'প্রস্রাব', গ্রেফতার অভিযুক্ত বিজেপি নেতা