ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনে শূন্যপদ। সরাসরি ইন্টারভিউ নিয়ে নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীরা শুধুমাত্র UGCএ-র অফিসিয়াল সাইট থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
কীভাবে নির্বাচন
পরীক্ষায় যোগ্য বাছাই হলে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। আবেদনকারীদের ইন্টারভিউয়ের দিন, সময়, স্থান বলে দেওয়া হবে। অফিসিয়াল ওয়েবসাইটেও দেখে নিতে পারবেন। বিশদ বিবরণের জন্য বিজ্ঞাপন দেখে নিন।
শূন্যপদ
এই পদের জন্য শূন্যপদ মাত্র ২ টি
আবেদন
UGC-র অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন জমা করতে হবে। সাইটটি হল www.ugc.gov.in। আবেদনের শংসাপত্রের সেলফ অ্যাটাস্টেড ফটোকপি দিল্লির UGC-র সদর দফতরে স্পিডপোস্টে পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ১০ অক্টোবর, ২০২৩।
আবেদন ফি
UGC-এর এই পদে আবেদনের জন্য পরীক্ষা দিতে হবে। আবেদন ফি ৬০০ টাকা। OBC প্রার্থীদের জন্য ৩০০ টাকা ও সংরক্ষিত শ্রেণিদের জন্য ১৫০ টাকা ফি ধার্য করা হয়েছে। ডেবিট, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা অন্য কোনও বিকল্প ব্যবহার করে অনলাইনে জমা দিতে হবে।
বেতন
এক বছরের প্রভিশন পিরিয়ড থাকবে। পে লেভেল ১৩-এ হিসেবে যোগ্যপ্রার্থীর ন্যূনতম বেতন থাকবে ১ লক্ষ ৩১ হাজার ১০০ টাকা। সর্বাধিক বেতন ২ লক্ষ ১৬ হাজার ৬০০ টাকা।