ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ঘোষণা করেছে। অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে। কীভাবে আবেদন, কী কী লাগবে, জেনে নিন বিশদে।
শূন্যপদ
৫০০টি শূন্য়পদে কর্মী নিয়োগ করবে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
শিক্ষাগত যোগ্তা
আবেদনকারীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করতে হবে। তা হলেই আবেদন করা যাবে।
বয়সসীমা
আবেদনকারীর ন্যূনতম বয়স ২০ বছর হতে হবে। সর্বাধিক বয়স হতে পারে ২৮ বছর। ১৯৯৬ সালে জন্ম, এমন আবেদনকারীরা আবেদন করতে পারবেন।
কীভাবে বাছাই
অনলাইন টেস্ট, স্থানীয় ভাষার দক্ষতা ও মেডিকেল এক্সামিনেশন হবে। অনলাইন টেস্টে ব্যাঙ্কিং নিয়ে জ্ঞান, জেনারেল ইংরেজি, রিজনিং থাকবে। থাকবে কম্পিউটার সংক্রান্ত প্রশ্নও। ৬০ মিনিট চলবে এই অনলাইন টেস্ট। কাজে যোগ দেওয়ার আগে কোনও চিকিৎসকের কাছ থেকে ফিট সার্টিফিকেট নিয়ে আসতে হবে।
কীভাবে আবেদন
যোগ্য প্রার্থীরা NAPS পোর্টাল ও NATS পোর্টালে গিয়ে আবেদন করতে পারবেন।
আবেদন ফি
সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি জিএসটি ছাড়া ৮০০ টাকা। মহিলা প্রার্থী ও সংরক্ষিত প্রার্থীদে জন্য ৬০০ টাকা ও বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের জন্য আবেদন ফি ৪০০ টাকা।
ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের জন্য আবেদন ফি জমা দেওয়া যাবে। অনলাইনেই জমা হবে এই আবেদন ফি। আরও বিশদে জানার জন্য ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।