চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি ঘোষণা করেছে ব্যাঙ্ক।
শূন্যপদ
ইউনিয়ন ব্যাঙ্ক তাদের বিজ্ঞপ্তিতে অ্যাপ্রেন্টিস হিসেবে ৫০০টি শূন্যপদ ঘোষণা করেছে। অনলাইনেই আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারী চাকরিপ্রার্থীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে স্নাতক পাস করতে হবে। ১৭ সেপ্টেম্বর, ২০২৪-এর আগে স্নাতক পাস সম্পূর্ণ হয়ে গিয়েছে, এমন প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
বয়সসীমা
এই পদে আবেদনের ন্যূনতম বয়স ২০ বছর। ১ অগাস্ট, ২০২৪-এর মধ্যে যাদের বয়স ২৮-এর মধ্যে, তাঁরাও আবেদন করতে পারবেন।
স্টাইপেন্ড
ট্রেনিংয়ের জন্য ১ বছরের মেয়াদ। এই সময় যোগ্য প্রার্থীদের ১৫ হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।
আবেদন ফি
এই পদে আবেদনের জন্য আবেদন ফি ৮০০ টাকা। সংরক্ষিত ও মহিলা প্রার্থীদের জন্য আবেদন ফি ৬০০ টাকা। বিশেষভাবে সক্ষমদের জন্য ৪০০ টাকা। সবক্ষেত্রেই জিএসটি আলাদা।
কীভাবে বাছাই
অনলাইন টেস্টের মাধ্যমে বাছাই হবে। ১০০ নম্বরের পরীক্ষার সময় এক ঘণ্টা। পাস করলে স্থানীয় ভাষায় দক্ষতা ও মেডিকেল টেস্ট নেওয়া হবে। সেই ভিত্তিতেই বাছাই করা হবে।