UPSC Civil Service Prelims 2022-এর রেজিস্ট্রেশন শুরু হল বুধবার, চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত

Updated : Feb 03, 2022 15:07
|
Editorji News Desk

বুধবার থেকে শুরু হল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন(UPSC) সিভিল সার্ভিসেস প্রিলিম ২০২২ সালের রেজিস্ট্রেশন। UPSC-এর অফিশিয়াল সাইট upsc.gov.in থেকে পরীক্ষার্থীরা সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবেন।

UPSC Prelims 2022-এর রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা যাবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী ৬ জুন দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে UPSC Civil Services Prelims 2022 পরীক্ষা নেওয়া হবে।

আবেদনের জন্য কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন?

UPSC Prelims 2022 পরীক্ষায় বসতে হলে চাকরিপ্রার্থীদের অবশ্যই দেশের(India) স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা এর সমতুল ডিগ্রি অর্জন করতে হবে।

কীভাবে আবেদন করা যাবে?

চাকরিপ্রার্থীদের প্রথমেই UPSC-এর অফিশিয়াল ওয়েবসাইট upsconline.nic.in-এ গিয়ে লগ ইন করতে হবে।

এবার হোমপেজে দেওয়া various application form- লিঙ্কে ক্লিক করতে হবে।

তারপর 'click here for part 1 registration'-এ ক্লিক করতে হবে। এখানে আবেদনপত্র পূরণ এবং আবেদনের ফি জমা দিতে হবে।

পরবর্তীতে পরীক্ষাকেন্দ্র নির্বাচন এবং ছবি আপলোড করতে হবে।

সবশেষে, 'agree to the declaration'-এ ক্লিক করতে হবে।

কীভাবে চলবে প্রার্থী বাছাইয়ের কাজ?

ইউপিএসসি(UPSC) সিভিল সার্ভিসে তিনটি ধাপে নিয়োগ হয়। প্রিলিমিনারি, মেনস এবং ইন্টারভিউয়ের মাধ্যমে চলে প্রার্থী বাছাইয়ের কাজ। দেশের সর্বোচ্চ মানের এই চাকরির(UPSC Civil Service) পরীক্ষায় বসেন বহু পরীক্ষার্থী। অত্যন্ত গর্বের এই চাকরিতে প্রচুর পরীক্ষার্থীদের মধ্যে থেকে সুযোগ পান কিছু বাছাই করা প্রার্থী।

UPSC aspirantUPSCupsc.gov.in.job application

Recommended For You

editorji | কেরিয়ার

UIDAI Recruitment News : আধার দফতরে চাকরির সুযোগ, জানুন আবেদন পদ্ধতি

editorji | কেরিয়ার

DRDO Recruitment 2024 : ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে চাকরি, মাসিক বেতন শুরু ৩৭ হাজার টাকা থেকে

editorji | কেরিয়ার

Coal India Limited: কোল ইন্ডিয়া লিমিটেডে ইঞ্জিনিয়ার নিয়োগ, GATE পাস করলেই আবেদন

editorji | কেরিয়ার

NFL Recruitment 2024: ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডে কর্মী নিয়োগ, সর্বাধিক বেতন ১ লক্ষ ৪০ হাজার টাকা

editorji | কেরিয়ার

UBI Recruitment 2024 : ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি, রইল আবেদন পদ্ধতি