চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে নিয়োগ করা হবে।
শূন্যপদ
ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে নিয়োগ করা হবে। মোট ৪০৪টি পদে নিয়োগ হবে।
কীভাবে নিয়োগ
UPSC-এর মাধ্যমে নিয়োগ। অনলাইনে আবেদন করতে পারেন আগ্রহী চাকরিপ্রার্থীরা। আবেদনের পর পরীক্ষা হবে। যোগ্য প্রার্থীরা UPSC-এর পরীক্ষায় পাস করার পর পরবর্তী ধাপ বলে দেওয়া হবে।
আবেদন ফি
এই পদে আবেদন করার জন্য ১০০ টাকা দিতে হবে। সংরক্ষিত শ্রেণি ও মহিলাদের জন্য কোনও আবেদন ফি লাগবে না।
কবে পরীক্ষা
১ সেপ্টেম্বর, ২০২৪ পরীক্ষা হবে
বয়সসীমা
আগ্রহী প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর।
শিক্ষাগত যোগ্যতা
আগ্রহী চাকরিপ্রার্থীকে উচ্চমাধ্যমিক পাস করতেই হবে। বায়ুসেনা ও নৌসেনা শাখায় আবেদনের জন্য বিষয় হিসেবে রসায়ন, অঙ্ক, পদার্থবিদ্যা থাকতে হবে। নিয়োগ সম্পর্কিত তথ্য জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।