প্রকাশিত ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) সিভিল সার্ভিসেস ২০২২ সালের ফলাফল। UPSC এর ফলাফলে মেয়েদের জয়জয়াকার। মেধাতালিকার প্রথম চারে রয়েছেন মহিলা পরীক্ষার্থীরা। দেশের মধ্যে প্রথম ঈশিতা কিশোর, দ্বিতীয় গরিমা লোহিয়া, তৃতীয় স্থানে উমা হরথি এবং চতুর্থ স্মৃতি মিশ্রা।
AFSPA Act: নভেম্বর থেকেই AFSPA আইন প্রত্যাহার করতে পারে অসম, ইঙ্গিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার
মেধার ভিত্তিতে দেশের সেরা চাকরি প্রার্থীদের খুঁজে নেওয়া হয় UPSC এর মাধ্যমে। এবছর ‘দেশের সেরা’ চাকরির জন্য ৯৩৩ জনের নাম সুপারিশ করা হয়েছে। ইউপিএসসি ফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in-এ দেখা যাচ্ছে রেজাল্ট।