কোভিড (Covid 19) পরবর্তী সময় দেশজুড়েই চলছে চাকরি সংকট (Job Crisis)। বেসরকারি সংস্থাগুলিতে ছাঁটাই চলছে। তার ওপর আছে মূল্যবৃদ্ধি। তাই সরকারি চাকরির প্রবণতা বাড়ছে দেশজুড়েই। ছাঁটাইয়ের ভয় সেই তুলনায় অনেকটাই কম। রাজ্যে সরকারি চাকরিতে (Govt Jobs) বেশ কিছু বিভাগে নিয়োগ চলছে। সম্প্রতি উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ের JRF সহ বিভিন্ন পদে নিয়োগ শুরু হয়েছে। কীভাবে আবেদন করবেন, কী পদ্ধতিতে আবেদন করতে হবে, জেনে নিন বিস্তারিত।
সংস্থা
উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়
মোট শূন্যপদ
৬টি
পদের নাম
জেআরএফ, ফিল্ড অ্যাসোসিয়েট পদ
জুনিয়র রিসার্চ ফেলোর জন্য ২টি শূন্যপদ। ফিল্ড অ্যাসিস্ট্যান্টের জন্য ৪টি শূন্যপদ
শিক্ষাগত যোগ্যতা
জুনিয়র রিসার্চ ফেলো পদের জন্য চাকরিপ্রার্থীকে হর্টিকালচার/ পোস্ট হারভেস্ট টেকনোলজি/ ফুড টেকনোলজি/ ফুড অ্য়ান্ড নিউট্রিশন/ কৃষিজ অর্থনীতি/ কৃষিজ এক্সটেনশন নিয়ে MSc করতে হবে।
ফিল্ড অফিসারের জন্য এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, হর্টিকালচারে বিএসসি ডিগ্রি ও কৃষিজ ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বিটেক ডিগ্রি থাকতে হবে।
আরও পড়ুন: পটনায় উচ্ছেদ অভিযান ঘিরে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ, জখম পুলিশ সুপার সহ একাধিক
নিয়োগ কোথায় হবে
পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় এই নিয়োগ করবে রাজ্য সরকার
বেতন
জুনিয়র রিসার্চ ফেলো মাস গেলে বেতন পাবেন ৩১ হাজার থেকে ৩৫ হাজার টাকা।
বয়সসীমা
১ জুলাই পর্যন্ত প্রার্থীর সর্বাধিক বয়স হতে হবে ৪০ বছর
আবেদন মূল্য
এই পদগুলিতে আবেদন করতে কোনও ফি লাগবে
ইন্টারভিউয়ের দিন
৮ জুলাই ইন্টারভিউর দিন ঠিক করা হয়েছে। ইন্টারভিউর মাধ্যমেই বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীকে।