সরকারি চাকরির ওপর ভারতের আমজনতার একটা বড় অংশ নির্ভর করে এসেছে চিরকালই। করোনার কারণে গত ২ বছর ধরে সরকারের বিভিন্ন বিভাগে নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকলেও তা ফের চালু হয়েছে ধীরে ধীরে। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের তরফে শুরু হয়েছে নিয়োগ। সরকারি চাকরি করতে চাইলে সামনে এবার সুবর্ণ সুযোগ! ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনে নিয়োগ শুরু হয়েছে। ক্লার্ক ও স্টেনোগ্রাফার পদে লোক নেওয়া হবে।
মোট ৯৯১টি শূন্যপদে নিয়োগ করা হবে। স্টেনোগ্রাফার পদে নেওয়া হবে ২৭ জন এবং ক্লার্কের পদে নেওয়া হবে ৯৬৪ জন। ক্লার্ক ও স্টেনোগ্রাফার পদে মাসিক বেতন ৮১ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট jssc.nic.in-এ গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। আবেদনকারীকে ন্যূনতম দ্বাদশ শ্রেণী পাশ করতে হবে। আবেদনকারীর বয়সসীমা হতে হবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে। এই শূন্যপদগুলিতে আবেদন করতে আগ্রহী হলে জমা দিতে হবে ১০০ টাকা। সংরক্ষিতদের ক্ষেত্রে আবেদন করতে গেলে দিতে হবে ৫০ টাকা।