চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ। এবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সহ একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি। নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা সময় নষ্ট না করে এখনই আবেদন করুন।
VU Professor Recruitment 2022: শূন্যপদ-
মোট ৫টি শূন্যপদ রয়েছে। সহকারী অধ্যাপক সহ বিভিন্ন পদে হবে নিয়োগ।
VU Professor Recruitment 2022: নিয়োগস্থল-
মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে করা হবে এই নিয়োগ।
VU Professor Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা-
মেডিকেল অফিসারের জন্য প্রার্থীকে এমবিবিএস পাশ করতে হবে। অডিট অফিসারকে কমার্সে স্নাতকোত্তর পাশ করতে হবে। সহকারী অধ্যাপক পদে আবেদনকারীর স্নাতকোত্তরে ৫৫% নম্বর সহ পিএইচডি থাকতে হবে।
VU Professor Recruitment 2022: বয়স-
মেডিকেল অফিসার পদে আবেদনের সর্বাধিক বয়স ৩৫ বছর। অডিট অফিসারের জন্য সর্বাধিক বয়স ৩০ বছর। সহকারী অধ্যাপক পদে আবেদনের জন্য সর্বাধিক বয়স ৪০ বছর।
VU Professor Recruitment 2022: আবেদন ফি-
শুনতে অবিশ্বাস্য লাগলেও সত্যি। পদগুলিতে আবেদনের জন্য কোনও আবেদন ফি লাগবে না।
VU Professor Recruitment 2022: নির্বাচন পদ্ধতি-
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে হবে প্রার্থী বাছাই।
VU Professor Recruitment 2022: তারিখ-
আবেদনের শেষ তারিখ ধার্য হয়েছে ২০ অক্টোবর।