বাংলা থেকে যথেষ্ট সংখ্যায় আইএএস অফিসার (IAS Cadres) না মেলায় প্রশাসনিক স্তরে সমস্যা তৈরি হয়েছে। তাই আইএএস সহ বিভিন্ন ধরনের আমলা তৈরির জন্য এবার জেলায় জেলায় প্রশিক্ষণ কেন্দ্র তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
সরকারি সূত্র জানাচ্ছে, আমলা হতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের ইউপিএসসি পরীক্ষার তালিম দেওয়ার জন্য় জেলায় প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করতে ইতিমধ্যেই জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। গোটা প্রক্রিয়ার দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে উচ্চশিক্ষা সচিব মণীশ জৈনকে। আপাতত কয়েকটি কলেজকে চিহ্নিত করে সেখানেই এই প্রশিক্ষণ কেন্দ্র তৈরির চিন্তাভাবনা চলছে। সূত্রের খবর, জেলাগুলিতে কর্মরত আইএএস অফিসাররা সম্ভবত প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে পড়ানোর দায়িত্ব পাবেন।
WBCS Examination:জেনে নিন কীভাবে WBCS প্রিলির অ্যাডমিড কার্ড ডাউনলোড করবেন
সংশ্লিষ্ট সূত্রের খবর, জেলা স্তরে তৈরি প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে সাহায্য করবে সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার। এই প্রকল্পে কেন্দ্রীয় ভাবে সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার কাজ করছে। এই সেন্টারে ১০০ আসনের আবাসিক পরিকাঠামো আছে। সেখানে পড়ানোর জন্য রয়েছে শিক্ষকদের নির্দিষ্ট প্যানেলও। দিল্লির একটি আইএএস প্রশিক্ষণ কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে ওই সেন্টার।
এক প্রশাসনিক কর্তা জানান, গোটা প্রক্রিয়ায় সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের সক্রিয় সহযোগিতা থাকায় জেলা ভিত্তিক পড়ুয়াদের কাছেও বিষয়টি গ্রহণযোগ্য হবে। এমন পরিকাঠামো থাকলে রাজ্যের সম্ভাবনাময় ছাত্রছাত্রীদের চিহ্নিত করে তাদের ইউপিএসসি পরীক্ষার জন্য তৈরি করতে পারবে প্রশাসন।