WB Handicrafts Recruitment: রাজ্যের হ্যান্ডিক্রাফ্টস ডেভেলপমেন্ট কর্পোরেশনে কর্মী নিয়োগ, বেতন ২৪ হাজার

Updated : Nov 27, 2022 15:14
|
Editorji News Desk

ফের চাকরির বিজ্ঞপ্তি। এবার বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ সরকারের হ্যান্ডিক্রাফ্টস ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। 'গ্রুপ ডি জুনিয়র অ্যাসিসট্যান্ট'-সহ বেশ কয়েকটি শূন্যপদে নিয়োগ করা হবে। 

পদের নাম

গ্রুপ ডি প্যাকেজিং ও বিয়ারিং
জুনিয়র অ্যাসিসট্যান্ট কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার
জুনিয়র ক্য়াটেগরি ম্যানেজার, জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার-২
জুনিয়র ম্যানেজার ডিজিটাল মার্কেটিং

শূন্যপদ

মোট শূন্যপদ রয়েছে ১৮টি 

আবেদনের তারিখ 

আবেদন করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত 

গ্রুপ ডি প্যাকেজিং ও বিয়ারিং


এই বিভাগে প্যাকেজিং ও বিয়ারিংয়ের কাজে মোট ৮ জনকে নিযুক্ত করতে হবে
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। একইসঙ্গে কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে। 
বেতন- মাসে ১৩,৫০০ টাকা 

জুনিয়র অ্যাসিসট্যান্ট কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার


এই বিভাগে ১ জনকে নিয়োগ করা হবে
শিক্ষাগত যোগ্যতা-   প্রার্থীকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। একইসঙ্গে কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে। পূর্ব কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। 
বেতন- মাসে ১৫,৫০০ টাকা

জুনিয়র ক্য়াটেগরি ম্যানেজার, জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার-২


এই বিভাগে ৮ জন কর্মী নিয়োগ করা হবে
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারী প্রার্থীকে স্নাতক পাশ করতে হবে। একইসঙ্গে কাজের ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 
বেতন- মাসে ২৪ হাজার টাকা

জুনিয়র ম্যানেজার ডিজিটাল মার্কেটিং



এই পদে ১ জনকে নিয়োগ করা হবে। 
শিক্ষাগত যোগ্যতা- B.sc (comp)/B.E/BCA/MCA পাশ হতে হবে। একইসঙ্গে দু'বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 
বেতন- মাসে ২৪ হাজার টাকা। 

 

আবেদন পদ্ধতি 


রাজ্য সরকারের মঞ্জুশার অফিসিয়াল ইমেল অ্যাড্রেস engagement@manjusha.in -এ বায়োডাটা মেল করে আবেদন করতে পারবেন। বিশদে জানা যাবে https://www.manjusha.in/ ওয়েবসাইটে। 

Government JobGroup DGroup D RecruitmentWest Bengal

Recommended For You

editorji | কেরিয়ার

UIDAI Recruitment News : আধার দফতরে চাকরির সুযোগ, জানুন আবেদন পদ্ধতি

editorji | কেরিয়ার

DRDO Recruitment 2024 : ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে চাকরি, মাসিক বেতন শুরু ৩৭ হাজার টাকা থেকে

editorji | কেরিয়ার

Coal India Limited: কোল ইন্ডিয়া লিমিটেডে ইঞ্জিনিয়ার নিয়োগ, GATE পাস করলেই আবেদন

editorji | কেরিয়ার

NFL Recruitment 2024: ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডে কর্মী নিয়োগ, সর্বাধিক বেতন ১ লক্ষ ৪০ হাজার টাকা

editorji | কেরিয়ার

UBI Recruitment 2024 : ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি, রইল আবেদন পদ্ধতি