রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। স্টাফ নার্স পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সব মিলিয়ে ২৬২টি পদে কর্মী নিয়োগ করা হবে বলেই জানা গিয়েছে। আবেদনের শেষ তারিখ ৭ সেপ্টেম্বর। উত্তর ২৪ পরগণা জেলার সিএমওএইচের দফতরে হবে এই নিয়োগ।
WB Health Department Recruitment: শিক্ষাগত যোগ্যতা-
ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা রাজ্য নার্সিং কাউন্সিল স্বীকৃত যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিএনএম কোর্স পাস করা বাধ্যতামূলক।
WB Health Department Recruitment: বয়স-
আবেদনকারীর বয়স ১ জানুয়ারি ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে হতে হবে।
WB Health Department Recruitment: বেতন-
মাসে ২৫ হাজার টাকা বেতনের সুবিধা রয়েছে।
WB Health Department Recruitment: আবেদন পদ্ধতি-
ইচ্ছুক চাকরিপ্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের জন্য প্রার্থীর বৈধ ই-মেল আইডি থাকতে হবে।
WB Health Department Recruitment: প্রয়োজনীয় নথি-
১) জন্ম তারিখের শংসাপত্র, ২) শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, ৩) অভিজ্ঞতার শংসাপত্র, ৪) জাতির শংসাপত্র ৫) আধার কার্ড বা ভোটার কার্ড, ৬) রঙিন ২ কপি পাসপোর্ট ছবি।