চাকরির সুযোগ রাজ্যের স্বাস্ত্য দফতরে । গ্রুপ-ডি-সহ একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে । আবেদন পদ্ধতি, শূন্যপদ থেকে বেতন...জেনে নিন বিস্তারিত ।
পদের নাম
মাল্টি রেহাবিলেশন ওয়ার্কার
কমিউনিটি হেলথ অ্যাসিসট্যান্ট
শূন্যপদ
মাল্টি রেহাবিলেশন ওয়ার্কার -২
কমিউনিটি হেলথ অ্যাসিসট্যান্ট - ৮
বয়সসীমা
২০২৪-এর ১ জানুয়ারির হিসেবে আবেদনকারীদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে
শিক্ষাগত যোগ্যতা
মাল্টি রেহাবিলেশন ওয়ার্কার
যে কোনও হাসপাতালে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে । একইসঙ্গে ফিজিওথেরাপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে । স্থানীয় ভাষায় কথোপকথনের দক্ষতা থাকতে হবে
কমিউনিটি হেলথ অ্যাসিসট্যান্ট
মহিলা প্রার্থী আবেদন যোগ্য । ভারতীয় নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত যে কোনও প্রতিষ্ঠান থেকে ANM অথবা GNM কোর্স থাকতে হবে । নার্সিং কাউন্সিলে নাম থাকা বাঞ্ছনীয় । বাংলা ভাষায় দক্ষ হতে হবে ।
মাসিক বেতন
মাল্টি রেহাবিলেশন ওয়ার্কার - ১৮ হাজার টাকা
কমিউনিটি হেলথ অ্যাসিসট্যান্ট - ১৩ হাজার টাকা
আবেদন পদ্ধতি
অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে । ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে । আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য পূরণ করে, তাতে নথি যুক্ত করে জলপাইগুড়ির CMOH অফিসে পাঠাতে হবে ।
নিয়োগ পদ্ধতি
ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ করা হবে । ইন্টারভিউ-এর তারিখ জেনে নিন
মাল্টি রেহাবিলেশন ওয়ার্কার- ২৮ আগস্ট
কমিউনিটি হেলথ অ্যাসিসট্যান্ট -২৩ অগাস্ট