শুক্রবার থেকে শুরু হল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার(WBJEE 2023) রেজিস্ট্রেশন প্রক্রিয়া। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২০২৩ সালের ৩০ এপ্রিল হবে এই পরীক্ষা। প্রাথমিক টেটের আদলেই ওএমআর শিটে নেওয়া হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা(West Bengal JEE 2023)। পরবর্তীতে সিলেবাস, অ্যাডমিট কার্ড, অ্যান্সার কী, রেজাল্টের দিনক্ষণ এবং কাউন্সেলিং সংক্রান্ত যাবতীয় তথ্য জানাবে বোর্ড।
একনজরে গুরুত্বপূর্ণ তারিখ(WBJEE 2023)-
২৩ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন
২২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ভুল সংশোধনের সুযোগ মিলবে
২০ এপ্রিল পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে
৩০ এপ্রিল নেওয়া হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা
রেজিস্ট্রেশন পদ্ধতি(WBJEE 2023)-
প্রথমেই অফিশিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in-তে যেতে হবে
যাবতীয় তথ্য অর্থাৎ মেল আইডি-ফোন নম্বর ইত্যাদি দিতে হবে
সমস্ত তথ্যাদির স্ক্যানড কপি আপলোড করতে হবে
অনলাইনে মেটাতে হবে রেজিস্ট্রেশন ফি
ফর্মটি ঠিকঠাকভাবে পূরণ করে অনলাইনে জমা দিতে হবে
এর প্রমাণস্বরূপ পাওয়া স্লিপটি রেখে দিতে হবে পরীক্ষার্থীকে
রেজিস্ট্রেশন ফি(WBJEE 2023)-
সাধারণের জন্য রেজিস্ট্রেশন ফি লাগবে ৫০০ টাকা। তবে সংরক্ষিতদের জন্য রেজিস্ট্রেশন ফি ৪০০ টাকা।