Municipal Service Commission Recruitment 2022: নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন

Updated : Aug 13, 2022 15:52
|
Editorji News Desk

রাজ্যজুড়েই চাকরি নিয়ে আকাল। সামান্য থেকে সামান্যতর বেতনের চাকরির জন্য প্রতিদিন ছুটে চলেছেন শয়ে শয়ে লোক। কীভাবে একটা চাকরি জোটাবেন, তা ভেবে হন্য তাঁরা। এর মধ্যেই পরপর বেশ কিছু সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি (WBMSC recruitment) প্রকাশ করা হয়েছে। তার মধ্যে সাম্প্রতিকতমটি হল পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি। 

সাব-রেজিস্ট্রার পদে কর্মী নিয়োগ করা হবে বলে প্রকাশিত (WBMSC recruitment) বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে। মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, ৪ সেপ্টেম্বর (Last date of submission) অবধি এই পদে আবেদন করা যাবে। সাধারণ ও ওবিসি প্রার্থীদের ২০০ টাকা এবং অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের ৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।

আরও পড়ুন: 'অন্যায় করলে শাস্তি পেতেই হবে', অনুব্রত ইস্যুতে সোচ্চার তৃণমূলের বিভিন্ন নেতা

এই পদে আবেদনের জন্য-

শিক্ষাগত যোগ্যতা:  যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে হোমিওপ্যাথিক মেডিসিনে BHMS/DHMS/DMS কোর্স পাস করা প্রয়োজন এবং বৈধ ডিগ্রি থাকতে হবে।

শূন্যপদ: মোট শূন্যপদের সংখ্যা ৫টি।

বয়স: আবেদনকারীদের বয়স ০১/০১/২০২২ অনুযায়ী ৪৫ বছরের মধ্যে হতে হবে।

বেতন: পে লেভেল ১৪ অনুযায়ী প্রতিমাসে বেতন

আবেদন পদ্ধতি: WBMSC-র অফিসিয়াল ওয়েবসাইটে (Official website) গিয়ে আবেদন করতে হবে। সেখানে গিয়ে যাবতীয় তথ্য পূরণ করে এবং প্রয়োজনীয় নথি জমা করে ফর্ম জমা দিতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ইউপিআই আইডি-র মাধ্যমেও আবেদন করা যাবে।

2022Recruitment

Recommended For You

editorji | কেরিয়ার

UIDAI Recruitment News : আধার দফতরে চাকরির সুযোগ, জানুন আবেদন পদ্ধতি

editorji | কেরিয়ার

DRDO Recruitment 2024 : ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে চাকরি, মাসিক বেতন শুরু ৩৭ হাজার টাকা থেকে

editorji | কেরিয়ার

Coal India Limited: কোল ইন্ডিয়া লিমিটেডে ইঞ্জিনিয়ার নিয়োগ, GATE পাস করলেই আবেদন

editorji | কেরিয়ার

NFL Recruitment 2024: ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডে কর্মী নিয়োগ, সর্বাধিক বেতন ১ লক্ষ ৪০ হাজার টাকা

editorji | কেরিয়ার

UBI Recruitment 2024 : ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি, রইল আবেদন পদ্ধতি