পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মঙ্গলবার থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদ
সাব ইন্সপেক্টর বা ইন্সপেকট্রেস আনআর্মড ব্রাঞ্চে সার্জেন্ট নিয়োগ করা হবে।
শূন্যপদ
রাজ্য পুলিশ এই পদের জন্য ১৬৯ জন প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে।
আবেদনের শেষ দিন
২৯ অগাস্ট, অর্থাৎ আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে আবেদনের প্রক্রিয়া। ১৮ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে।
বয়সসীমা
আবেদনের জন্য প্রার্থীর বয়স ২০-২৭ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় আছে।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারী প্রার্থীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয় স্নাতক হতে হবে। বাংলা ভাষা লিখতে, পড়তে, বা বলতে জানা আবশ্যক। শিক্ষাগত যোগ্যতা ছাড়াও শারীরিক পরীক্ষায় পাশও করতে হবে। মহিলা প্রার্থীদের জন্য সাব ইনস্পেকট্রেস পদ রাখা হয়েছে।
বেতন
এই পদে যোগ দেওয়ার পর ন্যূনতম মাসিক বেতন ৩২,১০০ টাকা। সর্বাধিক বেতন ৮২,৯০০ টাকা।
আরও পড়ুন: ভাষার দখল, লেখনীতে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের টেক্কা চ্যাটজিপিটি-র
নির্বাচন প্রক্রিয়া
প্রিলি পরীক্ষায় পাশ করতে হবে। ৯০ মিনিটে উত্তর দিতে হবে ২০০ নম্বরের প্রশ্নের। বাংলা ও ইংরেজি, দুই ভাষাতেই পরীক্ষা হবে। এই পরীক্ষায় পাস করতে ফিজিক্যাল ফিটনেস টেস্ট ও ইন্টারভিউ হবে।
আবেদন
জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফি ২৭০ টাকা। সংরক্ষিত শ্রেণিদের আবেদন ফি মাত্র ২০ টাকা।
কীভাবে আবেদন
পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের ওয়েবসাইট থেকে আবেদনপত্র জমা করতে পারবেন।