রাজ্য পুলিশে নিয়োগ। সাব ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগ করা হবে। অনলাইনেই আবেদন করা যাবে।
শূন্যপদ
মোট ৪৬৪টি পদে নিয়োগ। সাব ইন্সপেক্টর পদে ১০০ জন মহিলা কর্মী নিয়োগ করা হবে। সাব ইন্সপেক্টর পদে ২০০ জন পুরুষ কর্মী নিয়োগ করা হবে।
আবেদনের শেষ দিন
৯ মার্চ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ৭ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। ১০-১৬ এপ্রিল পর্যন্ত অনলাইনে ফর্ম এডিট করা হবে। অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। বাংলা ভাষায় দক্ষ হওয়া প্রয়োজন। প্রার্থীকে রাজ্যের বিভিন্ন জেলার মানুষের সঙ্গে কথা বলার দক্ষতাও থাকতে হবে।
বয়সসীমা
১ জানুয়ারি, ২০২৪-এর মধ্যে প্রার্থীর বয়স ২০ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
কীভাবে নিয়োগ
আবেদনকারীর শারীরিক দক্ষতাও থাকতে হবে। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীকে রাজ্য পুলিশের এসআই পদে নিয়োগ করা হবে।
আবেদন ফি
জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের আবেদনের জন্য ২৭০ টাকা লাগবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য প্রসেসিং ফি ২০ টাকা লাগবে। আবেদন ফি লাগবে না।