রাজ্যের স্বাস্থ্য দফতর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য দফতর জানিয়েছে, পশ্চিম বর্ধমানে মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে৷ পশ্চিম বর্ধমানে চিফ মেডিক্যাল অফিসার অব হেলথ- পোস্টে (CMOH Paschim Bardhaman) মোট ২৪ জন কর্মী নিয়োগ করা হবে। জানুন বিস্তারিত...
মেডিকেল অফিসার পদে আবেদনের জন্য স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস (MBBS) পাশ করা আবশ্যিক।
২০২২ সালের ১ লা জানুয়ারির ভিত্তিতে আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে পারে ৬২ বছর।
এই মেডিক্যাল অফিসারের পদে মাস গেলে মিলবে মোটা টাকা বেতন। হাতে পাবেন প্রায় ৬০ হাজার টাকা।
অনলাইনেই করা যাবে আবেদন। আবেদনের শেষ তারিখ ১৩ অক্টোবর। আবেদন পত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথি যুক্ত করে পাঠিয়ে দিতে হবে নিম্ন লিখিত ঠিকানায়।
মনে রাখবেন হার্ড কপি পাঠানোর শেষ তারিখ কিন্তু, ২০ অক্টোবর।