WB Rupashree Scheme Recruitment 2022: রূপশ্রী প্রকল্পে একাধিক পদে কর্মী নিয়োগ রাজ্য সরকারের

Updated : Jun 30, 2022 13:44
|
Editorji News Desk

রাজ্যে সরকারি চাকরির জন্য বড় সুযোগ। রূপশ্রী প্রকল্পের অধীনে একাধিক শূন্যপদে (WB Rupashree Scheme Recruitment 2022) নিয়োগ করা হবে কর্মী। বিজ্ঞপ্তি দিয়ে এই ঘোষণা করেছে রাজ্য সরকার। 
 
জানা গিয়েছে, রাজ্য সরকারের (West Bengal Goverment) রূপশ্রী প্রকল্পে ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে। হিসাবরক্ষক পদেও কর্মী নিয়োগ করবে রাজ্য।  আবেদন করার শেষ তারিখ ১৫ জুলাই।

শূন্যপদ- 

ডেটা এন্ট্রি পদে মোট ৪ জন কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে একটি করে  SC, ST ও OBC ও UREC বিভাগের জন্য শূন্যপদে নিয়োগ করা হবে। অ্য়াকাউন্টেন্ট পদে শূন্যপদ একটি। এখানে SC বিভাগের চাকরিপ্রার্থীরাই আবেদন করতে পারবেন। 

শিক্ষাগত যোগ্যতা- 
এই পরীক্ষায় আবেদনের জন্য প্রার্থীকে স্নাতক হতে হবে। যে কোনও বিভাগে স্নাতক হতে হবে। মিনিটে ৩০টি করে শব্দ টাইপ করার ক্ষমতা থাকতে হবে। হিসাবরক্ষক পদে আবেদনের জন্য কমার্সে স্নাতক হতে হবে।


বয়সসীমা

২০২২-এর ১ জানুয়ারি অনুযায়ী, প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। কেন্দ্রীয় সরকারের সংরক্ষণের নীতি মেনে SC বা ST প্রার্থীদের ৫ বছরের ছাড় আছে। OBC প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন। হিসাবরক্ষক পদে আবেদনকারীর বয়স ২০২২ সালের ১ জানুয়ারি অনুযায়ী, ৪০-৬৪ বছরের মধ্যে হতে হবে।

বেতন

রূপশ্রী প্রকল্পে ডেটা এন্ট্রি অপারেটর পদে মাসিক বেতন হবে ১১ হাজার টাকা। অ্যাকাউন্টেন্ট পদে  মাসিক বেতন ১৫ হাজার টাকা।

আবেদনের পদ্ধতি

অফলাইনে আবেদন করা যাবে। প্রয়োজনীয় নথিপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে করা যাবে আবেদন। 

আরও পড়ুন:  পুজোর আর মাত্র ১০০ দিন বাকি, একনজরে দেখে নিন এবারের পুজোর দিনক্ষণ

ঠিকানা
Rupashree Cell, Office Of The District Magistrate, Jhargram

এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন আবেদন করার ফর্ম

West BengalGovt Job CareerJhargramRupashree RecruitmentWB Government

Recommended For You

editorji | কেরিয়ার

UIDAI Recruitment News : আধার দফতরে চাকরির সুযোগ, জানুন আবেদন পদ্ধতি

editorji | কেরিয়ার

DRDO Recruitment 2024 : ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে চাকরি, মাসিক বেতন শুরু ৩৭ হাজার টাকা থেকে

editorji | কেরিয়ার

Coal India Limited: কোল ইন্ডিয়া লিমিটেডে ইঞ্জিনিয়ার নিয়োগ, GATE পাস করলেই আবেদন

editorji | কেরিয়ার

NFL Recruitment 2024: ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডে কর্মী নিয়োগ, সর্বাধিক বেতন ১ লক্ষ ৪০ হাজার টাকা

editorji | কেরিয়ার

UBI Recruitment 2024 : ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি, রইল আবেদন পদ্ধতি