২০২২ টেটের রেজাল্ট প্রকাশের দিনই সুখবর পেলেন পরীক্ষার্থীরা। প্রশ্নপত্রে প্রযুক্তিগত ত্রুটিযুক্ত ৪টি প্রশ্নের ক্ষেত্রে মোট ৪ নম্বর বাড়ানোর কথা জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুক্রবার বৈঠক থেকেই একথা জানান পর্ষদ সভাপতি গৌতম পাল। পর্ষদ সূত্রে খবর, প্রশ্নপত্রের 04D সেটে ১০৪ নম্বর প্রশ্ন নিয়ে সমস্যার অভিযোগ তোলেন পরীক্ষার্থীদের একাংশ। কিন্তু ওই একটি সেটের ওই প্রশ্নটি বাকি সেটগুলিতে ঠিক থাকলেও সমস্ত পরীক্ষার্থীকেই এতে নম্বর দেওয়ার কথা জানায় পর্ষদ। অঙ্কের পাশাপাশি ইভিএসের ক্ষেত্রেও একটি প্রশ্নে এই প্রযুক্তিগত ত্রুটির জন্য নম্বর বাড়ানো হয়েছে। অর্থাৎ টেটের পাঁচটি বিষয়ের মধ্যে থাকা ৪টি 'ভুল' প্রশ্নের জন্য বাড়তি ৪ নম্বর পাবেন সকল টেট পরীক্ষার্থী।
ইতিমধ্যেই রেজাল্ট দেখার চাপে পর্ষদের দুটি অফিশিয়াল ওয়েবসাইটের সার্ভার বসে গিয়েছে বলে খবর। দুপুর দেড়টা নাগাদ সাংবাদিক বৈঠকে জানানো হওয়, ৩টে থেকে সাধারণ পরীক্ষার্থীরাও নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। ঠিক তার ৫ মিনিটের মাথায় রেজাল্ট দেখার চাপে বসে যায় পর্ষদের দুটি অফিশিয়াল ওয়েবসাইট।
আরও পড়ুন- Rohit Sharma: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গর্জে উঠল অধিনায়কের ব্যাট, দেড় বছর পর টেস্টে শতরান রোহিতের
১১ ডিসেম্বর পরীক্ষা দেন প্রায় ৬ লক্ষ ২০ হাজার চাকরিপ্রার্থী। তার মধ্যে পাশ করেছেন প্রায় দেড় লক্ষ। এদের মধ্যে মহিলার সংখ্যাটা প্রায় ৭০ হাজার। পুরুষ প্রার্থীর পাশের সংখ্যা প্রায় ৮২ হাজার। অন্যান্য পাশ করেছেন ৬ জন। শুক্রবার বেলা দেড়টা নাগাদ টেটের ফল প্রকাশ করেন পর্ষদ সভাপতি।