সামনের বছর উচ্চমাধ্য়মিক পরীক্ষা(Higher Secondary 2023) হবে পূর্ণ সিলেবাসে। এ বছর কোভিডের(Covid 19) কারণে পরিমার্জিত সিলেবাসের ওপর পরীক্ষা হলেও পরের বছর আর সে সুযোগ থাকছে না, ঘোষণা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের(WBBSE)।
কোভিডের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল স্কুল(Schools closed during covid)। সেই কারণে পরে পড়ুয়াদের সুবিধার জন্য পরিমার্জিত সিলেবাসের ওপর পরীক্ষা হয়। আজ, ১০ জুন প্রকাশিত হয়েছে ২০২২ সালের উচ্চ মাধ্যমিকের ফলাফল। এদিনই আগামী বছরের উচ্চমাধ্যমিকের(HS Exam 2023) বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন- Higher Secondary Result 2022:উচ্চ মাধ্যমিকে পাশের হারে মেয়েরা টেক্কা দিল ছেলেদের
এক নজরে উচ্চ মাধ্যমিক ২০২৩
পরের বছর উচ্চ মাধ্যমিক শুরু হবে ১৪ মার্চ
পরীক্ষা শেষ হবে ২৭ মার্চ
২০২৩-এ উচ্চ মাধ্যমিক হবে পূর্ণাঙ্গ সিলেবাসে
২০২৩-এ পরীক্ষা হোম ভেন্যুতে হবে না
ফলে এখন থেকেই সিলেবাস গুছিয়ে পড়াশোনা শুরু করতে পারবে পরীক্ষার্থীরা(HS Students)। এখনই ঘোষণা করে দেওয়ায় প্রস্তুতির জন্য সুবিধা হবে বলে মনে করছেন শিক্ষকরাও।