ক্রমশ বাড়ছে চাকরির আকাল। এই দেশ তথা রাজ্যেও। তার মধ্যেই একটি চাকরির বিজ্ঞপ্তি অজস্র মানুষের মনে তৈরি করে স্বপ্ন ও আশা। রাজ্যে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থানের একাধিক সুযোগ। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরে কর্মীনিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। আবেদনকারীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৩৬ বছরের মধ্যে। স্বাস্থ্য় দফতরে শিশু ও পরিবার কল্যাণ দফতরের অধীনে ফুড সেফটি অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্য পদের সংখ্যা ২২টি। এই সবকটি পদেই ফুড সেফটি অফিসার নিয়োগ করা হবে।
১৬ ডিসেম্বর থেকে শুরু হয়েছে আবেদন গ্রহণের পদ্ধতি। চলবে আগামী ৩০ ডিসেম্বর দুপুর দুটো পর্যন্ত। অনলাইনেই আবেদন করা যাবে। www.wbhrb.in -এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। ফুড টেকনোলজি, ডেয়ারি টেকনোলজি বা বায়োটেকনোলজি কিংবা ওয়েল টেকনোলজিতে ডিগ্রিপ্রাপ্ত হতে হবে আবেদনকারীকে। বলতে এবং লিখতে জানতে হবে বাংলা ভাষা ও নেপালি ভাষা।
এই পদের জন্য বেতন সর্বনিম্ন মাসিক ৩৫ হাজার ৮০০ টাকা থেকে সর্বোচ্চ মাসিক ৯২ হাজার ১০০ টাকা পর্যন্ত।