আগামী বছর অর্থাৎ ২০২৪-এর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE) দিন ঘোষণা করল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বুধবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, আগামী বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে ২৮ এপ্রিল অর্থাৎ রবিবার।
ছাত্র-ছাত্রীদের এই পরীক্ষা সম্পর্কিত আরও বিশদ তথ্য জানতে পরীক্ষার্থীদের www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।
আরও পড়ুন - জেলা স্বাস্থ্য দফতরে চাকরির সুযোগ, মাসিক বেতন ২২ হাজার
পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষার পরেই হয় মূলত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হয়। আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণও ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে।
আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে। এর মাস দুয়েকের মধ্যেই জয়েন্টে বসতে হবে ছাত্রছাত্রীদের।