রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশের দিন ঘোষিত হল। ১৭ জুন ফল প্রকাশিত হবে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের (WBJEEB) ওয়েবসাইটে ওই দিন বিকেল চারটে থেকে ফল জানা যাবে।
মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের পরেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশিত হবে বলে জানিয়েছিল বোর্ড। রবিবার বোর্ডের তরফে সেই দিন ঘোষণা করে বিজ্ঞপ্তি দেওয়া হল। চলতি বছর ৩০ এপ্রিল পরীক্ষা নেওয়া হয়েছিল অফলাইনে। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ফার্মাসি ও আর্কিটেকচার বিভাগে পরীক্ষা হয়। ।
Higher Secondary Exam: এবার থেকে বছরে দু'দফায় উচ্চমাধ্যমিক, সেমেস্টার সিস্টেমের ভাবনা শিক্ষা সংসদের
উচ্চমাধ্যমিকের পরীক্ষাসূচির কারণে চলতি বছর একাধিকবার সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের পরীক্ষার দিনক্ষণ বদল হয়েছে। তবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড বিষয়টি নিয়ে সতর্ক ছিল। তাই তারা উচ্চমাধ্যমিক পরীক্ষার শেষ হওয়ার পরেই পরীক্ষার সূচি ঠিক করে। পরীক্ষার দেড়মাসের মধ্যে ফলাফল প্রকাশ করছে বোর্ড । ১৭ জুন বিকেল ৪টেয় ফল ঘোষণা করা হবে। তারপর বোর্ডের ওয়েবসাইটে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। ব়্যাংক কার্ড ডাউনলোড করতে পারবে www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in ওয়েবসাইট থেকে।