নিয়োগের সুযোগ এবার রাজ্য স্কুল এডুকেশনে। নিয়োগ করা হবে ওয়েস্ট বেঙ্গল মাইনোরিটিস ডেভেলপমেন্ট এন্ড ফাইন্যান্স কর্পোরেশনের (WBMDFC) মাধ্যমে।
পদের নাম
এডুকেশন সুপারভাইজার (Education Supervisor Recruitment )
শূন্যপদ
৬টি।
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। একইসঙ্গে মাইনরিটি কমিউনিটির অন্তর্ভুক্ত হতে হবে প্রার্থীদের।
বয়সসীমা
আবেদনকারী প্রার্থীদের নূন্যতম ২০ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি
আলাদা করে আবেদন করতে হবে না। যোগ্য চাকরিপ্রার্থীদের সরাসরি ইন্টারভিয়ের দিন নথি নিয়ে উপস্থিত থাকতে হবে।
আরও পড়ুন - ভারতীয় সেনায় একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি, সর্বাধিক বয়স ২৭
ইন্টারভিউয়ের স্থান
Office of the West Bengal Minorities Development & Finance Corporation, AMBER, DD-27/E Sector- 1, Salt Lake, Kolkata-700064
ইন্টারভিউয়ের তারিখ
৪ এবং ৫ অক্টোবর।